রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির ইসকন নিষিদ্ধের দাবি মুফতী নিজাম উদ্দিন আল আদনানের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর কমিটি গঠিত নভেম্বরের মধ্যে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ইবনে শাইখুল হাদিস ৫ দফা দাবিতে বিভাগীয় শহরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে ৯ প্রস্তাব ক্ষমতায় গেলে বিএনপি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৮ম অধিবেশন অনুষ্ঠিত

দেশের পশুই কোরবানির জন্য যথেষ্ট: শ ম রেজাউল করিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, আগামি কোরবানি ঈদে ভারত, মায়ানমারসহ অন্য কোন দেশ থেকে পশু আমদানি করতে হবে না। কোরবানির পশুর জন্য আমরা সয়ংসম্পূর্ণ। কালোবাজারিভাবে কোন পশু যেনো দেশে আসতে না পারে সে জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। কোরবানির পশু নিয়ে সংশয়ের কোন কারণ নেই। দেশের পশুই কোরবানির জন্য যথেষ্ট।

আজ বুধবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে ভাওয়াল রাজাবাড়ি বড়চালা এলাকায় এসিআই এনিমেল জেনেটিক্স রিসার্চ এন্ড ডেভেলপমেনন্ট সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

‘বদলে যাবে সারাদেশ, দুধে মাংসে বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে এনিমেল জেনেটিক্স রিসার্চ এন্ড ডেভেলপমেনন্ট সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মন্ত্রী বলেন, ‘আমরা চাই দেশে সমৃদ্ধ ও আধুনিক পশু হোক। উন্নত দেশ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বুলগেরিয়া, ব্রাজিলসহ অন্যান্য দেশে যেভাবে বড় বড় পশু ও প্রচুর দুধ পাওয়া যায় সেভাবে বাংলাদেশের পশু বেড়ে উঠুক কৃত্রিম আধুনিক পদ্ধতিতে। প্রাণী সম্পদের বৈপ্লবিক পরিবর্তন আসার পাশাপাশি বিদেশে যে উন্নত জাতের পশু আছে আমাদের দেশেও তার বিস্তার ঘটাতে পারি।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, এসিআই’র এগ্রো বিজনেসের সভাপতি ড.এফএইচ আনসারী, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, গাজীপুর জেলা পুলিশের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, গাজীপুর জেলা ডেইরি মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ ফরিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উকিল উদ্দিন আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রুকুনুজ্জামান পলাশসহ আরো অনেকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ