সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৬ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে পদক্ষেপ নিতে বলল এনসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, প্রো-ভিসি ও প্রক্টর সহ আহত দুই শতাধিক ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ  নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে ‘চবির ঘটনা নীলনকশার অংশ কি না খতিয়ে দেখতে হবে’ ১৮ সেপ্টেম্বর উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জমিয়তের ‘নিষিদ্ধ ছাত্রলীগ সারা দেশে কালেক্টিভ অ্যাটাকের পরিকল্পনা করছে’ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে আমি রাজনীতি থেকে বিরত হব না: ফজলুর রহমান

দেশে প্রযুক্তি কেন্দ্রিক অপরাধ বাড়ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রযুক্তিভিত্তিক অপরাধ দিন দিন বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল ফোনে হয়রানি, মানহানি, মিথ্যা পরিচয়ে টাকা চেয়ে প্রতারণার অভিযোগ বেশি।

সামাজিক যোগাযোগ মাধ্যমের অপরাধীদের শাস্তির আওতায় আনতে ওইসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে বাংলাদেশের চুক্তি না থাকাটা বড় অন্তরায় বলছে গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ।

বেশ কিছুদিন ধরে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং সচিবের পিএস পরিচয়ে চাকুরি দেওয়ার প্রলোভনসহ বিভিন্ন প্রতারণার মাধ্যমে মানুষকে ঠকিয়ে আসছিলো রেজোয়ানুল হক। ঢাকা , মাগুরা ও রংপুরের বিভিন্ন থানায় চারটি মামলাও হয়েছে তার বিরুদ্ধে। আটক হয়েছে দুবার। মিথ্যা পরিচয়ে কৌশলে ফাঁদে ফেলে টাকার জন্য ভুক্তভোগীদের চাপ দিতো।

গত ৫ই জুন শিক্ষা সচিব ও তার পিএস’ এর নামে প্রতারণার অভিযোগে রেজোয়ানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। কারিগরি শিক্ষা সচিবের নামেও ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রতারণা করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের দেয়া তথ্য মতে, ২০২১ সালে অনলাইন হ্যারাসমেন্ট ও মানহানিকর মিথ্যা প্রচারের শিকার হয়েছেন ৩৭জন। এ বছরের প্রথম চার মাসেই এর শিকার ১৪ জন। গত বছর ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাকিংয়ের শিকার ১৭ জন , এ বছর এপ্রিল পর্যন্ত ৬ জন। এবছর প্রথম চারমাসে পর্ণোগ্রাফি ধারণ ও প্রচারের শিকার ১৫জন।

দেশ-বিদেশে বসে ফেসবুক, ইউটিউবে মানিহানিকর ভিডিও ছেড়ে মানুষকে অসম্মানিত ও বিভ্রান্ত করা, ফোন নম্বর ফেসবুক আইডি হ্যাক ও ক্লোন করে প্রতারণা করার প্রবণতা বেড়ে যাচ্ছে। এর প্রতিকারে ফেসবুক, গুগল , ইউটিউবের সাথে চুক্তি করাটা জরুরি বলছেন গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ তারেক বিন রশিদ। স্মার্ট ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সবাইকে সতর্ক হতে বলেছে পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ