বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দলের স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’

মহেশখালীতে এসি ল্যান্ডের গাড়িতে হামলা; আনসার সদস্য আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন আরজু
মহেশখালী প্রতিনিধি>

মহেশখালী উপজেলার হোয়ানকে ভ্রাম্যমাণ আদালত চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসিল্যান্ডের অনুমতিতে আত্মরক্ষার্তে দুই রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছে আনসার সদস্যরা।

৪ জুন (শনিবার) বিকেলে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত ৮মে হোয়ানকের কালাগাজীর পাড়া বাজারের ইজারাদার ফখরুদ্দীন বাদী হয়ে বিবাদী ৬জনের বিরুদ্ধে কর আদায়ে ব্যাঘাত ও বহু পুরাতন বাজার অন্যত্র সরিয়ে ফেলায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালান সহকারী কমিশনার ভূমি। অভিযান চলাকালে এসি ল্যান্ডের গাড়ি লক্ষ্য করে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় আনসার সদস্য এনাম আহত বলে জানা যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কালাগাজীর পাড়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দুর্বৃত্তরা অতর্কিত সহকারী কমিশনারের গাড়ীতে হামলা চালায়। এসময় তারা গাড়ীতে ঢিল ছুড়ে গ্লাস ভেঙ্গে ফেলে। রাস্তায় ব্যারিকেড দেয়। পরে সেখান থেকে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে নিরাপদে সরে হোয়ানক ইউনিয়ন পরিষদ ভবনে এসে আশ্রয় নেয় তারা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন ও মহেশখালী থানার ওসি মোঃ আব্দুল হাই (পিপিএম)।

মহেশখালী থানার ওসি মোঃ আব্দুল হাই জানান, বাজারের ইজারা নিয়ে এসি ল্যান্ডের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় একটি পক্ষ হামলা চালিয়ে গাড়ী ভাংচুর করেছে। এ বিষয়ে দোষীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আহত আনসার সদস্য এনামকে মহেশখালী উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসা হয়েছে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ