বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দলের স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির

ডাকাত সন্দেহে র‍্যাবের উপর হামলা, ‘অনুতপ্ত’ এলাকাবাসীর শান্তি সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ডাকাত সন্দেহে র‍্যাব সদস্যদের উপর হামলার ঘটনায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে বারিয়ারহাট পৌরসভার উদ্যোগে হিঙ্গুলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও স্থানীয় লোকজন অংশ নেন।

সমাবেশে বারিয়ারহাট পৌরবাজারের ব্যবসায়ী নেতারা বলেন, ২৫ মে সন্ধ্যায় ভুল বোঝাবুঝির কারণে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। সে জন্য দুঃখ প্রকাশ করেন তারা। এমন ঘটনা যেন আর না ঘটে, সে জন্য সচেতন থাকবেন বলেও জানান।

বারিয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম বলেন, গত ২৫ মে পৌর সদরে র‍্যাব সদস্যদের উপর না বুঝে ডাকাত সন্দেহে যে হামলার ঘটনা ঘটেছে, সে জন্য আমরা অনুতপ্ত। আমরা চাই এ ঘটনার সঙ্গে যারা যুক্ত তদন্ত করে তাদের বের করা হোক। এ ঘটনায় নিরীহ কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে খেয়াল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করছি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন বলেন, মাদকবিরোধী অভিযানের সময় র‍্যাব সদস্যদর ওপর হামলার যে ঘটনা ঘটেছে, তা পরিষ্কার অপরাধ। আইন হাতে তুলে নেওয়ার সুযোগ নেই কারও।

তিনি আরও বলেন, ওই দিন হামলার সময় র‍্যাব সদস্যদের দুটি অস্ত্র হারিয়ে গেছে। অভিযান চালিয়ে ইতিমধ্যে একটি অস্ত্র উদ্ধার করা গেছে। বুঝে বা না বুঝে অপর অস্ত্রটি যে বা যারা নিয়েছেন বিলম্ব না করে সেটি আমাদের দিয়ে যাবেন। এটি সরকারি সম্পদ। স্বেচ্ছায় এ অস্ত্র জমা না দিলে আমরা কঠোর হতে বাধ্য হব।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বারিয়ারহাট পৌরবাজার কমিটির সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ, বারিয়ারহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মীর আলম, বারিয়ারহাট পৌরসভার প্যানেল মেয়র নিজাম উদ্দিন প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ