রবিবার, ০২ নভেম্বর ২০২৫ ।। ১৭ কার্তিক ১৪৩২ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জমিয়তের সংসদ সদস্য প্রার্থীদের মতবিনিময় সভা মঙ্গলবার তরুণ লেখক ফোরাম বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নির্বাচনের আগে বিশ্ব ইজতেমা হচ্ছে না: ধর্ম উপদেষ্টা সর্বদলীয় উলামা পরিষদ চুনারুঘাটের ফ্রি মেডিকেল ক্যাম্প জাকির নায়েককে কেন ধরতে মরিয়া ভারত? কেউ সাহাবায়ে কেরামের অসম্মান করলে, তাকে ভোট দেওয়া জায়েজ নেই : মুফতী মনির কাসেমী নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে ইসলামী আন্দোলনের থানা ঘেরাও ফিলিস্তিনিদের বাধা দিয়ে জলপাই চুরি করছে ইসরায়েলি সেনারা একাত্তরের হত্যাযজ্ঞে সংশ্লিষ্টতার অভিযোগ ভিত্তিহীন: জামায়াতে ইসলামী ‘কওমি সনদের বিষয়টি আমার আওতাধীন নয়, তবু অন্তরের টানে কাজ করছি’

ইসলামিক অলিম্পিয়াডে ‘প্রতিযোগী নিবন্ধন ফরম’ পূরণ করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অলিম্পিয়াড ১৪৪৩- এই প্রতিযোগিতাটি মূলত কলেজ-বিশ্ববিদ্যালয় সমপর্যায়ের কওমি, জেনারেল, আলিয়াসহ সকল মাধ্যমের শিক্ষার্থীদের জন্য সাজানো হয়েছে। তবে হাইস্কুল বা সমপর্যায় থেকে নিয়ে সর্বোচ্চ ৩০ বছর বয়সী যেকোনো আগ্রহী প্রতিযোগী এখানে
অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন অলিম্পিয়াড এর ইভেন্ট পেজ: https://fb.me/e/4VYjp5FAv

নিবন্ধন এর নিয়মাবলিঃ

* এই ফর্মের প্রথম অংশে প্রতিযোগী সম্পর্কে কিছু তথ্য দিতে হবে এবং ২য় অংশে পেমেন্ট সংক্রান্ত তথ্য দিতে হবে।

* নিবন্ধন ফি ১০০৳, যা বিকাশ বা রকেট নম্বরে পেমেন্ট করতে হবে। এই ফর্মের ২য় পাতায় পেমেন্ট এর তথ্য সঠিকভাবে দিতে হবে। নতুবা, নিবন্ধন বাতিল করা হবে।

* ফি প্রদান এর পদ্ধতিঃ (অবশ্যই মনোযোগ দিয়ে পড়ুন)

বিকাশ একাউন্টঃ নিজের বিকাশ একাউন্ট এর মেনু হতে প্রথমে > 'Payment' অপশনে যান > অতঃপর বিকাশ মার্চেন্ট একাউন্ট নম্বর হিসেবে '01713260210' নম্বরটি লিখুন > তারপর এমাউন্ট হিসেবে '100' লিখুন > তারপর রেফারেন্স হিসেবে 'ihco' লিখুন > এবার কাউন্টার নম্বর হিসেবে '3' লিখুন (যারা অ্যাপ দিয়ে পেমেন্ট করবেন তাদরে ক্ষেত্রে কাউন্টার নম্বর লাগবে না) > এবার পিন কোড দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন এবং Transaction ID সংরক্ষণ করুন।

রকেট একাউন্টঃ নিজের রকেট একাউন্ট এর মেনু হতে প্রথমে > 'Marchant Pay' অপশনে যান > অতঃপর রকেট মার্চেন্ট একাউন্ট নম্বর হিসেবে '017132602104' নম্বরটি লিখুন > এরপর রেফারেন্স হিসেবে 'ihco' লিখুন > তারপর এমাউন্ট হিসেবে '100' লিখুন > এবার পিন কোড দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন এবং Transaction ID সংরক্ষণ করুন।

* নিবন্ধন সংক্রান্ত কোন তথ্য জানার জন্য ০১৭০৫-৯৮৬৯৫৯, ০১৭৭৫৪০০৫৩১ ও ০১৬২৬৬৩৬৩৬১ নম্বরে ফোন করা যাবে বা অলিম্পিয়াড এর পেজে মেসেজ দেওয়া যাবে। পেজ এর লিংকঃ www.facebook.com/ihco.official

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ