মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ ।। ১৭ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান না দেওয়ার অনুরোধ  ধর্মের নামে বাংলাদেশে আর রাজনীতি করা চলবে না: জয়নুল আবদিন ফারুক অসুস্থ নায়েবে আমিরের পাশে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতারা ১ লাখ ২০ হাজার হোম ক্যামেরা হ্যাক, ব্যক্তিগত মুহূর্তের ভিডিও বিক্রি উঠান থেকে শিশুকে নিয়ে গেলো শিয়াল, ঝোপে মিললো নিথর দেহ কেন ভোট থেকে সরে দাঁড়ালেন জামায়াতের জেলা আমির? ঝুঁকিতে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ! দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস: তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে কীভাবে দেশ চালাবে জানতে চেয়েছেন মার্কিন কর্মকর্তা আড়াই লক্ষাধিক মুসল্লির মোনাজাতে শেষ হলো টঙ্গীর জোড় ইজতেমা

ইসলামিক অলিম্পিয়াডে ‘প্রতিযোগী নিবন্ধন ফরম’ পূরণ করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অলিম্পিয়াড ১৪৪৩- এই প্রতিযোগিতাটি মূলত কলেজ-বিশ্ববিদ্যালয় সমপর্যায়ের কওমি, জেনারেল, আলিয়াসহ সকল মাধ্যমের শিক্ষার্থীদের জন্য সাজানো হয়েছে। তবে হাইস্কুল বা সমপর্যায় থেকে নিয়ে সর্বোচ্চ ৩০ বছর বয়সী যেকোনো আগ্রহী প্রতিযোগী এখানে
অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন অলিম্পিয়াড এর ইভেন্ট পেজ: https://fb.me/e/4VYjp5FAv

নিবন্ধন এর নিয়মাবলিঃ

* এই ফর্মের প্রথম অংশে প্রতিযোগী সম্পর্কে কিছু তথ্য দিতে হবে এবং ২য় অংশে পেমেন্ট সংক্রান্ত তথ্য দিতে হবে।

* নিবন্ধন ফি ১০০৳, যা বিকাশ বা রকেট নম্বরে পেমেন্ট করতে হবে। এই ফর্মের ২য় পাতায় পেমেন্ট এর তথ্য সঠিকভাবে দিতে হবে। নতুবা, নিবন্ধন বাতিল করা হবে।

* ফি প্রদান এর পদ্ধতিঃ (অবশ্যই মনোযোগ দিয়ে পড়ুন)

বিকাশ একাউন্টঃ নিজের বিকাশ একাউন্ট এর মেনু হতে প্রথমে > 'Payment' অপশনে যান > অতঃপর বিকাশ মার্চেন্ট একাউন্ট নম্বর হিসেবে '01713260210' নম্বরটি লিখুন > তারপর এমাউন্ট হিসেবে '100' লিখুন > তারপর রেফারেন্স হিসেবে 'ihco' লিখুন > এবার কাউন্টার নম্বর হিসেবে '3' লিখুন (যারা অ্যাপ দিয়ে পেমেন্ট করবেন তাদরে ক্ষেত্রে কাউন্টার নম্বর লাগবে না) > এবার পিন কোড দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন এবং Transaction ID সংরক্ষণ করুন।

রকেট একাউন্টঃ নিজের রকেট একাউন্ট এর মেনু হতে প্রথমে > 'Marchant Pay' অপশনে যান > অতঃপর রকেট মার্চেন্ট একাউন্ট নম্বর হিসেবে '017132602104' নম্বরটি লিখুন > এরপর রেফারেন্স হিসেবে 'ihco' লিখুন > তারপর এমাউন্ট হিসেবে '100' লিখুন > এবার পিন কোড দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন এবং Transaction ID সংরক্ষণ করুন।

* নিবন্ধন সংক্রান্ত কোন তথ্য জানার জন্য ০১৭০৫-৯৮৬৯৫৯, ০১৭৭৫৪০০৫৩১ ও ০১৬২৬৬৩৬৩৬১ নম্বরে ফোন করা যাবে বা অলিম্পিয়াড এর পেজে মেসেজ দেওয়া যাবে। পেজ এর লিংকঃ www.facebook.com/ihco.official

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ