শনিবার, ৩০ আগস্ট ২০২৫ ।। ১৫ ভাদ্র ১৪৩২ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নুরের ওপর হামলার ঘটনায় আইন উপদেষ্টার তীব্র নিন্দা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সাহসী নেতা নুরুল হক নুরের ওপরে হামলা মেনে নেয়া যায় না -ইসলামী আন্দোলন বাংলাদেশ ভিপি নুরের ওপর হামলায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা – বাংলাদেশ খেলাফত মজলিস গণ অধিকার পরিষদের নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ জাতীয় পার্টি কার্যালয়ের সামনে ফের সংঘর্ষ, নুরসহ আহত বেশ কয়েকজন বাড্ডা থানা জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত আমেরিকার ৯০০ স্থানে বিক্ষোভের ডাক রাজধানীতে জাপা-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন সকল ধর্মের মানুষ জামায়াতের কাছে নিরাপদ: অধ্যক্ষ মোস্তফা কামাল নির্বাচনী রোডম্যাপ জনগণের সঙ্গে তামাশা : বাংলাদেশ খেলাফত মজলিস

১ এপ্রিল থেকে মহিলাদের জন্য মু'আল্লিমা ও কারিয়ানা প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক : ১ এপ্রিল থেকে সাইনবোর্ডে শান্তিধারায় মহিলাদের জন্য মু'আল্লিমা ও কারিয়ানা প্রশিক্ষণ কোর্স আয়োজন করেছে হিসবুল মু’আল্লিমীন বাংলাদেশ।

রোববার (২০ মার্চ) থেকে হিফজ শিক্ষক কোর্সের ভর্তি শুরু হয়েছে। থাকা-খাওয়াসহ একমাস কোর্সের ভর্তি ফি ৫,৩০০ টাকা । ২ মাস ও ৩ মাসের ফি প্রতি মাসে ৪,৫০০ টাকা করে।

ক্লাস শুরু হবে আগামী ১ এপ্রিল (শুক্রবার) থেকে। চলবে পরবর্তী একমাস বা ২০দিন পর্যন্ত। প্রশিক্ষণ শেষে রয়েছে সনদ প্রদান এবং নিশ্চিত খেদমতের ব্যবস্থা।

প্রশিক্ষণ প্রদান করবেন : জাউজায়ে শাইখুল কুররা বিনতে শাইখুল কুররা।

প্রশিক্ষণের সার্বিক তত্বাবধানে রয়েছেন জোয়ার সাহারা ও আবিদাতুন নিসা ট্রেনিং সেন্টার মহিলা মাদরাসার মুহতামি শাইখুল কুররা হােসাইন আহমাদশাইখুল কুররা হােসাইন আহমাদ

প্রশিক্ষণের শর্ত ও নিয়মাবলি :
প্রয়ােজনীয় বিছানাপত্রসহ নির্ধারিত তারিখের মধ্যে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হতে হবে।
ভর্তির সময় ২কপি পাসপাের্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের ফটোকপি আনতে হবে।
থাকা খাওয়ার জন্য আলাদা ফি দিতে হবে না।
প্রশিক্ষণ চলাকালীন সময়ে ছুটির জন্য কোন আবেদন গ্রহণযােগ্য হবে না।
আরবী প্রশিক্ষণে বাংলা, গণিত ও ইংরেজী বিষয়ে প্রাথমিক ভাবনা দেওয়া হবে।
প্রশিক্ষণ সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হলে দেশব্যাপী খেদমতের সু-ব্যবস্থা থাকবে।
মুআল্লিমা প্রশিক্ষণে পূর্ণ যােগ্য না হলেও কৃারীআনা প্রশিক্ষণে ভর্তি হওয়ার সুযােগ থাকবে।

প্রশিক্ষণ স্থান :
আবিদাহ নূরানী তালিমুল কুরআন ট্রেনিং সেন্টার মাহিলা মাদরাসা

এছাড়াও  ৭ শাওয়াল হতে ১৫ শাওয়াল পর্যন্ত ৭ ও ৮ বছরের বালিকাদের নুরানী, নাজেরা বিভাগে ভর্তি নেওয়া হবে।

ঠিকানা ও যোগাযোগ :
হিসবুল মু’আল্লিমীন ট্রেনিং সেন্টার, সাইনবোর্ড, ঢাকা। জামিয়া আশরাফিয়া মাদ্রাসার বিপিরীতে। মোবাইল : ০১৯৯৫৮৬৯৪০৫, ০১৯৮৫৮৬৯৪০৫

- এডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ