মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ১০ রজব ১৪৪৭

শিরোনাম :
শেষ মুহূর্তে ১৫ আসনে প্রার্থী বদল বিএনপির হাসনাত আব্দুল্লাহ'র সংসদীয় আসন ছেড়ে দিলেন জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম জামায়াতের সঙ্গে টানাপোড়েন, ২৭২ আসনে মনোনয়ন দাখিল করল ইসলামী আন্দোলন মনোনয়নপত্র জমার সময় বাড়ছে কিনা, জানালেন ইসি সচিব কোটিপতি জামায়াত আমির, আছে নগদ ৬০ লাখ টাকা-ডুপ্লেক্স বাড়ি দুই আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইবনে শাইখুল হাদিস কুমিল্লা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ সুনামগঞ্জ-২ আসনে ভোটের লড়াইয়ে জমিয়ত নেতা ড. মাওলানা শোয়াইব আহমদ সিলেট-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু ইসলামী ঐক্যজোটের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিতে গণপদত্যাগ

বেফাক মহাসচিবের বৃটেন আগমনে বার্মিংহামে ওলা*মা সমা'বেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব, রাজধানী ঢাকার জামিয়া রাহমানিয়া আজিজিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হকের বৃটেন আগমন উপলক্ষে এক ওলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, ২৭ মার্চ রোববার বার্মিংহাম জামেয়া কোরআনিয়া মিলনায়তনে এ ওলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামেয়া ইসলামিয়া বার্মিংহামের প্রিন্সিপাল শায়খুল হাদীস মাওলানা রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মাওলানা ইমাম ফরিদ আহমদ খান, জামেয়া দারুস সুন্নাহ লন্ডন এর চেয়ারম্যান মাওলানা গোলাম কিবরিয়া, মাদীনাতুল খাইরী আল ইসলামির চেয়ারম্যান মাওলানা শায়খ ফয়েজ আহমদ, শাহবাগ জামেয়ার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাফিজ, মাওলানা খালিদ আহমদ,আশরাফুল উলুম বার্মিংহাম এর প্রিন্সিপাল হাফিজ মাওলানা শায়খ ইকবাল হোসাইন, ক্বারী আব্দুল মুকিত আজাদ, হাফিজ মাওলানা সৈয়দ জুবায়ের আহমদ।

No description available.

এছাড়া বক্তব্য রাখেন, মাওলানা শায়খ নূরে আলম হামিদী, মাওলানা শায়খ ছালেহ আহমদ হামিদী, মাওলানা শাহীনূর মিয়া, বার্মিংহাম তাক্বওয়া মসজিদে ইমাম ও খতিব ব্যারিষ্টার মাওলানা বদরুল হক, জামেয়া ইসলামিয়া বার্মিংহাম এর শিক্ষা সচিব ও মুহাদ্দিস মাওলানা ফয়জুল হক আব্দুল আজিজ, মাওলানা এনামুল হাসান সাবির, মুফতি ছালেহ আহমদ, মাওলানা শায়খ নাজিম উদ্দিন, মুহাদ্দিস মুফতি নূরুল ইসলাম, মাওলানা উবায়দুল্লাহ শামীম, মাওলানা ছালেহ আহমদ, মাওলানা এনামুল হক খান, হাফিজ মনসুর রেজা, মাওলানা আহমদ হোসাইন, ক্বারী মাওলানা মুদ্দাসির আনোয়ার, হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাছুম, মাওলানা মুহাম্মদ আল আমিন, হাফিজ সৈয়দ শিহাব উদ্দিন আহমদ প্রমুখ।

উলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, উম্মাহের ব্যাপারে আলেম উলামাদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশি। উম্মাহকে তত্ত্বাবধান করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের ওপর গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দিয়ে গেছেন। আমাদের সবাইকে সবসময় নিজেদের ছেয়ে উম্মাহকে নিয়ে বেশি চিন্তা ও কাজ করতে হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ