বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ ।। ২৪ পৌষ ১৪৩২ ।। ১৯ রজব ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা-৪ আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল শহীদ ওসমান হাদি আধিপত্যবিরোধী আন্দোলনের অনুপ্রেরণা : এসপি জুয়েল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া প্রস্তুত: আসিফ নজরুল প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন না করলে এবারের নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে: খেলাফত মজলিস আবারও ‘সংখ্যালঘু নির্যাতন কার্ড’ খেলার পাঁয়তারা চলছে: হেফাজতে ইসলাম 'এলপি গ্যাস নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানে দ্রুত, যৌক্তিক ও কঠোর পদক্ষেপ নিতে হবে' নয়াপল্টনে মোসাব্বিরের জানাজা সম্পন্ন আমরা হাদির রেখে যাওয়া কাজ বাস্তবায়নে মাঠে নেমেছি: হাসনাত চীনা নাগরিকের হাত ধরে ঢাকায় অবৈধ আইফোন কারখানা স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার ঘটনায় যা বললেন সালাহউদ্দিন

জাতির উদ্দেশে হযরত আবু যর রা.-এর দরদমাখা ভাষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

হযরত আবু যর রা.। তিনি অগ্রজ ইসলাম গ্রহমকারী সাহাবীদের মধ্যে অন্যতম একজন ছিলেন৷ মূল নাম ছিলো, জুনদুব৷ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের স্বীকৃতিতে তিনি পৃথিবীবাসীদের মধ্যে সবচেয়ে বেশি সৎসাহসী ও সত্য প্রকাশে নির্ভীক সাহাবী ছিলেন৷ ছিলেন উম্মতের জন্যে অধিক দরদী মানুষ৷ তাঁকে ‘মাসীহুল ইসলাম’ উপাধিতে ভূষিত করা হতো৷ তিনি সর্বদাই পরকাল নিয়ে চিন্তিত থাকতেন৷ একদিনের বেশি সম্পদ হস্তগত করে রাখাকে তিনি হারাম মনে করতেন৷ তাঁর কাছে কেউ আসলে মেহমানদারী করার জন্যে অনেক খোঁজাখুঁজি করেও ঘরে দুনিয়ার কিছু পাওয়া যেতো না৷

হযরত সুফয়ান ছাওরী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কা’বা শরীফে সামনে দাঁড়িয়ে লোকজনকে উদ্দেশ্য করে বলেন, হে লোকজন! আমি জুনদুব গিফারী৷ আমি তোমাদের একজন হিতাকাঙ্খী মুসলমান ভাই৷ আমার কিছু কথা শোনো৷ লোকজন জড়ো হলে তিনি তাদেরকে উদ্দেশ্য করে বলেন,

হে লোক সকল! বলো, যদি কারো দীর্ঘ সফরে যেতে হয়, তাহলে কি সফরের জন্যে সে উপযুক্ত পাথেয় সংগ্রহ করে না? লোকজন বললো, অবশ্যই সংগ্রহ করে৷ তিনি বললেন, তাহলে কেয়ামতের সফর তো দীর্ঘ সফর৷ সুতরাং এই দীর্ঘ সফরের জন্যে তোমরা উপযুক্ত পাথেয় সংগ্রহ করো৷ লোকজন বললো, সেই পাথেয়গুলো কী কী? তিনি বললেন, পরকালের বড় বড় বিষয়গুলোর জন্যে হজ করো৷

হাশরের উত্তপ্ততা থেকে বাঁচার জন্যে, গরমের দিনে রোযা রাখো৷

কবরের নির্জনতার জন্যে, রাতের অন্ধকারে কম করে হলেও দুই রাকাত নামায পড়ো৷

উত্তম কথা বলো৷ খারাপ কথা বলা থেকে বিরত থাকো৷

হাশরের মাঠের বিভিষীকা থেকে বাঁচার জন্যে সম্পদ দান করো৷

জীবন যাপনে দুটি মজলিসকেই যথেষ্ট মনে করো৷ একটি হালাল রিযিক অন্বেষণের জন্যে৷ অন্যটি পরকাল লাভের উদ্দেশ্যে৷ তৃতীয় কোন মজলিস ক্ষতি ছাড়া উপকার বয়ে আনবে না৷ তাই এমন মজলিস পরিহার করো৷

নিজের সম্পদ দুই ভাগে বিভক্ত করো৷ এক অংশ নিজের পরিবারের খরচের জন্যে৷ দ্বিতীয় অংশ পরকালের পাথেয় সঞ্চয়ের উদ্দেশ্যে খরচ করো৷ তৃতীয় অংশ ক্ষতি ছাড়া উপকার বয়ে আনবে না৷ সুতরাং তৃতীয়টির ইচ্ছা পোষণ করো না৷

তারপর তিনি অতি উঁচু আওয়াজে চিল্লিয়ে বলেন, হে লোক সকল! তোমাদেরকে এমন লোভ-লালসা ধ্বংস করে দিচ্ছে, যেগুলোর বাস্তবায়ন কখনো তোমরা দেখতে পাবে না৷

আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তাওফিক দান করুন৷ আমীন৷

সূত্র: আকওয়ালে সালফ।

আরো পড়ুন: হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রা.-এর হৃদয়কাড়া ১০ উপদেশ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ