বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

এবার ফিলিস্তিনি বেদুইনদের ঘরবাড়ি ধ্বংস করল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সেনাবাহিনী যাযাবর বেদুইন জনগোষ্ঠির অন্তর্ভুক্ত ফিলিস্তিনি পরিবারগুলোর তাবু ধ্বংস করে দিয়েছে। রোববার অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার উত্তর-পশ্চিমে অবস্থিত তাইব গ্রামের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

ইসরায়েলি সেনারা সকালে ওই গ্রামে হামলা চালায়। এ সময় তারা ছয়টি বাড়ি ও গৃহপালিত প্রাণী রাখার ঘর ধ্বংস করে। স্থানীয়রা বলছেন যে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ধ্বংস হওয়া ঘরগুলোতে দু’টি পরিবারের ১৫ জন মানুষ বাস করতেন। এসব ফিলিস্তিনির বাড়িঘর ধ্বংস করা হলো ইসরায়েলের একটি বড় পরিকল্পনার অংশ। ইসরায়েলি পরিকল্পনার আওতায় বেদুইন সম্প্রদায়ের ওই এলাকাটিকে খালি করে ফেলা হবে, যাতে ইহুদি বসতি নির্মাণকারী ইসরাইলের দখলদার কোম্পানিগুলোর সুবিধা হয়।

ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, ‘গত এক বছরে ইসরায়েলি কর্তৃপক্ষ পূর্ব জেরুসালেম ও পশ্চিম তীর অঞ্চলে পাঁচ শ’র বেশি ফিলিস্তিনি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস করেছে।’

১৯৯৫ সালের ‘অসলো’ চুক্তি অনুসারে ইসরায়েল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিম তীর আর পূর্ব জেরুসালেম অঞ্চলকে এ, বি ও সি নামে তিন ভাগে বিভক্ত করে।

পশ্চিম তীরের সি-এরিয়ায় ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলি বাহিনী। ওই এলাকায় তিন লাখ ফিলিস্তিনি বাস করেন। যেখানে অনেক বেদুইন ও পশুচারণবৃত্তির সাথে সংশ্লিষ্ট পরিবারগুলোও বাস করেন। তাদের বেশির ভাগই তাবু, ক্যারাভান ও গুহায় থাকেন।

আন্তর্জাতিক আইন অনুসারে পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেম হলো অধিকৃত ভূখণ্ড। আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিনিদের ওই ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণ করা অবৈধ।

সূত্র: মিডলইস্ট মনিটর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ