বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’

নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে সিলেট-৩ আসনে অংশ নেবে না খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবুল কাশেম অফিক
বালাগঞ্জ (সিলেট) থেকে: বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আস্থাহীনতার কারণে সিলেট-৩ আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করবে না খেলাফত মজলিস।

আজ শনিবার (১২ জুন) বিকেলে দক্ষিণ সুরমার চন্ডিপুলে শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ওই আসনের তৃণমূলের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় দলের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী এ কথা জানান।

তিনি বলেন, বর্তমানে দেশের রাজনৈতিক পরিবেশ নেই, নির্বাচনী পরিবেশ নেই, নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনায় সক্ষম নয়। দলের মহাসচিব আহমদ আবদুল কাদেরসহ সকল পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দদের বন্দি রেখে নির্বাচন সম্ভব হবে না, পাশাপাশি করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি রক্ষা করে নির্বাচন পরিচালনা করা যাবে তাও আমরা মনে করিনা।

তিনি বলেন, সামগ্রীক পরিস্থিতি বিবেচনায় খেলাফত মজলিস মনে করে, সরকারের উচিত নির্বাচনের সিডিউল স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন ভেঙে নতুন কমিশন গঠন করে জনগণের আস্থা ফেরানো।

একই সাথে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে নিংশর্ত মুক্তি দিয়ে রাজনৈতিক পরিবেশ নিশ্চিত, শতভাগ জনগণকে ভ্যাকসিনের আওতায় আনা, নির্বাচন কমিশন ভেঙে স্বাধীন শক্তিশালী কমিশন গঠনের দাবিও করেন তিনি।’

খেলাফত মজলিস বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের অন্যতম শরিক দল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-০৩ আসনে নিজেদের প্রার্থীর জন্য জোটের সমর্থন চাওয়া হয়েছিল। তবে জোট থেকে বিএনপি নেতা শফি চৌধুরীকে মনোনয়ন দেয়াতে এ আসনে একক ভাবে নির্বাচনে অংশ নেয় খেলাফত মজলিস।

সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন এ আসনে নির্বাচন করেন। আওয়ামী লীগের সংসদ সদস্য মাহমুদ উস সামাদের মৃত্যুতে এ আসন শূন্য হওয়াতে তিনি ফের আলোচনায় আসেন।

তবে নির্বাচন কমিশনের প্রতি আস্থাহীনতার কারণেই খেলাফত মজলিস এ উপ-নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ