মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা

ঢাকা মুগদা মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসায় জরুরি শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা মুগদা মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসার পৃথক বালক/ বালিকা শাখার জন্য জরুরি একজন হাফেজ শিক্ষক, একজন নাযেরা শিক্ষক, একজন মাদানি নেসাবের শিক্ষক, একজন হাফেজা শিক্ষিকা, দুইজন আলেমা শিক্ষিকা ও একজন নূরানী মুয়াল্লিমা নিয়োগ দেওয়া হবে।

বালক শাখাঃ-

হিফজ:- ১০-১৩ হাজার মানসম্মত তেলাওয়াত, মজবুত ইয়াদ, মেহনতী ও আমলী হতে হবে। মাশক্ব করানোর যোগ্যতা থাকতে হবে। যোগ্য উস্তাদদের হাদিয়া বাড়িয়ে দেয়া হবে।

নাযেরা:- ৯-১১ হাজার, হাফেজ হতে হবে, মানসম্মত তেলাওয়াত, মেহনতী ও আমলী হতে হবে। মাশক্ব করানোর যোগ্যতা থাকতে হবে।

কিতাব বিভাগ:- মাদানি নেসাবে পরিপূর্ণ পড়াশোনা ও মাদানি নেসাবে খেদমতের অভিজ্ঞতা থাকতে হবে, হাফেজ হলে অগ্রাধিকার দেওয়া হবে। মেহনতী ও আমলী হতে হবে। তিনবেলা মানসম্মত খাবার দুই বেলা নাস্তা ও প্রতিদিন দুধের ব্যাবস্থা। প্রতিষ্ঠান থেকে কাপড় ইস্ত্রি করে দেওয়া হয়

বালিকা শাখা:-
১। হাফেজা ৭-১০ হাজার তেলাওয়াতের মান উন্নত হতে হবে, মেহনতী ও আমলি হতে হবে ২। আলেমা ৬-৮ হাজার। হেদায়া জামাত পর্যন্ত যেকোনো কিতাব পড়ানোর যুগ্যতা থাকতে হবে, মেহনতী ও আমলি হতে হবে।

৩।মুয়াল্লিমা ৫-৭ হাজার তেলাওয়াতের মান উন্নত,হাতের লেখা সুন্দর,মেহনতী ও আমলি হতে হবে। হিফয বিভাগে বালক/ বালিকা শাখায় প্রতি গ্রুপে ১২ জন শিক্ষার্থী। কিতাব ও নূরানী বিভাগে গ্রুপে ১৫ জন শিক্ষার্থী।

মাসিক ছুটি:- প্রতি মাসে ৩দিন। বোনাস দুই ঈদে বেতনের ৫০% করে স্বামী/স্ত্রী হলে যার যার ভবনে আলাদা থাকতে হবে মাঝে মধ্যে একসাথে থাকার ব্যাবস্থা আছে। কেউ কল না দিয়ে ইমুতে আপনার নাম ঠিকানা, মোবাইল নাম্বার ও তেলাওয়াতের অডিও রেকর্ড পাঠিয়ে দিলে ভালো হয় 01724966045 (imo)।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ