আন্তর্জাতিক ডেস্ক: চীনের উহানে ল্যাব কর্মীদের মেডিকেল রেকর্ড প্রকাশে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন শীর্ষ রোগতত্ত্ববিদ ও সংক্রমণরোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি।
ল্যাবটির ৩ গবেষক ছাড়াও ২০১২ সালে একটি বাদুড়ের গুহায় প্রবেশ করা ৬ খনি শ্রমিকের মেডিকেল রেকর্ড প্রকাশে বেইজিংয়ের প্রতি আবেদন জানান তিনি। কোভিড উহানের ল্যাব থেকেই প্রথম ছড়িয়েছে কিনা, তা ওই ৯ জনের অসুস্থতার ধরন ও অন্যান্য তথ্য থেকে জানা যেতে পারে বলে মন্তব্য করেছেন ফাউসি।
এদিকে, ল্যাব থেকে প্রাণঘাতি ভাইরাস ছড়িয়েছে এমন দাবিকে ‘ষড়যন্ত্র তত্ত্ব’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে বেইজিং। ল্যাবটির ৩ গবেষক অসুস্থ হওয়ার যে খবর সম্প্রতি প্রকাশ হয়েছিল, সে বিষয়টিও খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। -ফিন্যান্সিয়াল টাইমস
-এএ