শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


কাবুল থেকে দূতাবাস সরিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার থেকে আফগানিস্তানের রাজধানী কাবুলে নিজেদের দূতাবাস বন্ধ করে দিচ্ছে অস্ট্রেলিয়া। তারা এক বিবৃতিতে জানায়, ক্যানবেরা দেশটিতে ‘ক্রমবর্ধমান নিরাপত্তা বিষয়ক অনিশ্চিত পরিবেশের’ জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে। খবর বিবিসির।

আন্তর্জাতিক সেনা প্রত্যাহার চলছে আফগানিস্তানে। এতে নিরাপত্তা নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া। তারা জানায়, অস্ট্রেলিয়ান কূটনীতিকেরা প্রায় নিয়মিত আফগানিস্তান সফরে যাবেন। তবে তারা অঞ্চলটির অন্য কোথায় থাকবেন।

এপ্রিলে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ১১ সেপ্টেম্বর আফগানিস্তান ত্যাগ করবে আমেরিকান সৈন্যরা। গত ২০ বছর ধরে মধ্য-দক্ষিণ এশিয়ার দেশটিতে আমেরিকান সৈন্যরা রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাইডেন জানিয়েছেন, ‘সময় এসেছে আমেরিকার দীর্ঘস্থায়ী যুদ্ধের ইতি টানার।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ