বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ ।। ২৫ বৈশাখ ১৪৩১ ।। ১ জিলকদ ১৪৪৫


অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহামারীর কারণে এক বছরের বেশি সময় বন্ধ থাকা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমে গতি আনতে অনলাইনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের চূড়ান্ত পরীক্ষা নিতে বলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি।

বৃহস্পতিবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ইউজিসির ভার্চুয়াল বৈঠকে অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত আসে।করোনাভাইরাস মহামারীর কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই সময়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস হলেও পরীক্ষা হচ্ছে না।

সংক্রমণের নিম্নগতির মধ্যে গত ২২ মার্চ শিক্ষামন্ত্রী দীপু মনি আগামী ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার কথা জানিয়েছিলেন। ২৪ মে পর্যন্ত অনলাইনে ক্লাস চললেও কোনো ধরনের পরীক্ষা নেওয়া যাবে না বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।তবে মহামারীর দ্বিতীয় ঢেউয়ের কারণে ঘোষিত সময়ে বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ফলে গত এক বছর ধরে দুই সেমিস্টারের পরীক্ষা আটকে থাকায় ৪৯ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কয়েক লাখ শিক্ষার্থী দীর্ঘ সেশনজটের শঙ্কায় রয়েছেন।

মহামারী পরিস্থিতি আরও দীর্ঘ হতে পারে, সে আশঙ্কা থেকেই শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এসেছে বলে জানিয়েছেন ইউজিসির সদস্য সাজ্জাদ হোসাইন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ