রবিবার, ১৯ মে ২০২৪ ।। ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ ।। ১১ জিলকদ ১৪৪৫


এবার নিরীহ ফিলিস্তিনি নারীর বাড়ি দখল করল ইসরায়েলি যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের এক যুবকের বিরুদ্ধে নিরীহ ফিলিস্তিনি নারীর বাড়ি দখলের অভিযোগ উঠেছে। ইসরায়েল দখলকৃত পূর্ব জেরুজালেম শহরে ঘটনাটি ঘটেছে।

বিষয়টি নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

সেখানে বাড়িটির মুসলিম মালিক মনা আল কুর্দ ইসরায়েলি ওই দখলদারকে তার বাড়ি দখলের কারণ সম্পর্কে জানতে চান। জবাবে ইসরায়েলের ওই ইহুদি দখলদার বলে, যদি আমি তোমার বাড়ি চুরি নাও করি, তাহলে অন্য কেউ করবে।

মঙ্গলবার (৪ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, গত শনিবার (১ মে) ফিলিস্তিনি অ্যাকটিভিস্ট ‘তামের মাকালদা’ দখলদার ইসরায়েলি যুবক জ্যাকব ও ভুক্তভোগী মনা আল কুর্দের মধ্যকার সংলাপের ভিডিওটি ধারণ করেন।

গুরুত্বপূর্ণ সেই ভিডিওতে দেখা যায়, ২২ বছর বয়সী ফিলিস্তিনি কুর্দ ইসরায়েলি দখলদারের সঙ্গে কথা কাটাকাটি করছেন।

ভিডিওতে আল কুর্দকে ইংরেজিতে বলতে শোনা যায়, জ্যাকব, তুমি জানো যে এটা তোমার বাড়ি না? তখন ওই দখলদার মোটা গলায় আমেরিকান অ্যাকসেন্টে বলেন, হ্যাঁ, তবে আমি চলে গেলেও এই বাড়ি তুমি ফেরত পাবে না। সুতরাং, সমস্যা কি, কেন তুমি আমার সাথে চিৎকার করছো?

এর জবাবে আল কুর্দ বলেন, তুমি আমার বাড়ি চুড়ি করছো, তখন ওই দখলদার জবাব দেন, যদি আমি চুরি নাও করি, অন্য কেউ চুরি করবে।

তখন আল কুর্দ বলেন, কারও অধিকার নেই আমার বাড়ি চুরি করার। এর জবাবে জ্যাকব হিব্রুতে বলেন, আমি এই বাড়ি তোমাকে ফেরত দিব না।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ