আওয়ার ইসলাম: মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার এক শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম এ রিমান্ড মঞ্জুর করেন।
এ দিন ২০১৩ সালের পল্টন থানার দায়ের করা মামলায় মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা। এরপর এ বছরের পল্টন থানার আরেক মামলায় তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তিনি।
এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে মানিকগঞ্জের সিংগাইরের গ্রামের বাড়ি থেকে মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে আটক করে র্যাব-১ এর একটি দল।
-এএ