আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম (এমপি) বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণ মোকাবেলা করার পাশাপাশি কর্মহীন নিম্ন আয়ের মানুষেরা যাতে অভাবে না থাকে সেদিকেও সু-দৃষ্টি রাখছেন। ইতোমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৬ লাখ পরিবারকে আর্থিক প্রণোদনা দেয়ার ঘোষণা দিয়েছেন।
‘সরকার ঘোষিত এই প্রণোদনা যাতে যোগ্য ব্যক্তিরা পায় এবং শতভাগ স্বচ্ছতা বজায় থাকে এ ব্যাপারে সবাইকে সোচ্চার থাকতে হবে। প্রধানমন্ত্রীর দেয়া প্রণোদনা নিয়ে কেউ দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
শনিবার জামালপুরের মেলান্দহ উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান প্রমুখ।
-এএ