মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
অনুমোদনহীন ডিগ্রি, তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীকে শোকজ ২২০ আসনে লড়বে জামায়াত, বাকিগুলো শরিকদের ‘যারা বলে শরিয়া কায়েম করবে না শরিকদের উচিত তাদের সঙ্গ ত্যাগ করা’ দুই পদে জনবল নেবে জামিয়া মাদানিয়া দারুল উলুম ঢাকা কুষ্টিয়া জেলা জামায়াতের আমির আবুল হাশেমের দাফন সম্পন্ন রাজধানীর জামিয়া দারুস সুন্নাহ ক্বাওমিয়া মাদরাসায় নিয়োগ বিজ্ঞপ্তি গাজায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ ভাইরাস, ভেঙে পড়ার মুখে স্বাস্থ্যব্যবস্থা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, ৪০০ ঘর পুড়ে ছাই একমাত্র বিএনপির কাছেই ইসলাম নিরাপদ: দুলু ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

নারায়ণগঞ্জে বিস্ফোরণ: ভবন সিলগালা, তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায় ফ্ল্যাট বাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সেই সঙ্গে সিলগালা করে দেয়া হয়েছে ক্ষতিগ্রস্ত ভবনটি।

আজ শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

পরিদর্শন শেষে মোস্তাইন বিল্লাহ বলেন, আমার যতটুকু মনে হয়েছে গ্যাসের চুলা চালু ছিল। তা থেকে গ্যাস জমে এ বিস্ফোরণ হতে পারে। বড় ধরনের কম্পনের ফলে রুমের দেয়াল ভেঙে গেছে। এই দুর্ঘটনায় ১১ জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ছয়জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্য দগ্ধরা আশঙ্কামুক্ত বলে আমরা জানতে পেরেছি।

তিনি বলেন, ইতোমধ্যে বাড়িটি সিলগালা করে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। ভবনের অন্য বাসিন্দাদের দুপুরের মধ্যে মালামাল সরিয়ে নেয়ার জন্যে নির্দেশনা দেয়া হয়েছে। গণপূর্ত বিভাগকে ওই বাড়ির ডিজাইন দেয়ার জন্যে বলা হয়েছে।

তদন্ত কমিটি প্রসঙ্গে তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ উদঘাটনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা আক্তারকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে ফায়ার সার্ভিসও তদন্ত করছে। তদন্ত শেষে ঘটনার মূল কারণ জানা যাবে। পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পেলে আমরা পরবর্তী পদক্ষেপ নেবো। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের রাষ্ট্রীয়ভাবে পূর্ণাঙ্গ সহায়তা দেয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা, তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তা ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ