আওয়ার ইসলাম: পুরান ঢাকার আরমানীটোলায় হাজী মুসা ম্যানসন ভবনে আগুনের ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিডি নূর হাসানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য সচিব করা হয়েছে ডিএডি বজলুর রশিদকে।
এছাড়া কমিটিতে সদস্য হিসেবে দু’জন ওয়্যারহাউজ ইন্সপেক্টর রয়েছেন। এই তদন্ত কমিটিকে আগামী ১০ কার্যদিবসে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, আরমানীটোলায় ছয়তলা হাজী মুসা ম্যানসন ভবনে শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ছয়টি ও পরে ভয়াবহতা বেড়ে গেলে আরও চারটিসহ ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও বাড়িয়ে ১৯টি করা হয়। ফায়ার সার্ভিস সদস্যদের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় এ পর্যন্ত চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ অন্তত ২২ জন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
-এএ