সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
সাড়ে পাঁচ মাসে হাফেজা হলো ৯ বছরের ইভা সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি, জানা যাবে শবে বরাতের তারিখ ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন

আলেমরাই এদেশের সভ্যতা ও সুস্থ সংস্কৃতির ধারক-বাহক: সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, আলেমরাই এদেশের সভ্যতা ও সুস্থ সংস্কৃতির ধারক-বাহক। নবীন আলেমরা দেশে ইসলাম প্রতিষ্ঠায় এবং মানুষের মধ্যে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে যোগ্য ভূমিকা রাখবে।

শুক্রবার রাজধানীর ভাটারায় নবীন আলেমদের সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দাওরায়ে হাদিস এবং ইফতা সম্পন্ন করা ৩৬৯ জন নবীন আলেমকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তর।

তিনি আলেমদেরকে উদ্দেশ্য করে বলেন, আমাদের বাহ্যিক বেশভূষার সাথে সাথে ভেতরও পরিবর্তন করতে হবে। কোনো ধরণের রিয়া (লোক দেখানোর জন্য কাজ করা) তাকাব্বুর (অহংকার) মনের মধ্যে জায়গা দেয়া যাবে না। একমাত্র আল্লাহ তায়ালাকে সন্তুষ্ট করার জন্য দ্বীনের যেকোনো কাজ আঞ্জাম দিতে হবে।

ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মুহাম্মদ আরমান হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম বিন জামশেদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জামিয়া শারইয়্যা মালিবাগ মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আবু সাবের আবদুল্লাহ, বসুন্ধরা মাদরাসার সিনিয়র মোহাদ্দিস আল্লামা হারুন বুখারী, জামিয়া কারীমিয়ার মোহতামিম মাওলানা মকবুল হোসাইন, ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

প্রধান বক্তা ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নুরুল করিম আকরাম। বিশেষ বক্তা ছিলেন মাওলানা রেজাউল করিম আবরার।

এছাড়াও উপস্থিত ছিলেন- নগর শাখার সহ-সভাপতি কাউসার বিন ইউসুফ, দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক ইউসুফ সিরাজী, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক ইমাম হোসাইন হাজারী, দফতর ও প্রকাশনা সম্পাদক আবু বকর সিদ্দিক, কওমি মাদরাসা সম্পাদক আমিন শরীফ, আলিয়া মাদরাসা সম্পাদক আব্দুর রহমান,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মিজান বিন নজিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ