আওয়ার ইসলাম: গাজীপুরের কোনাবাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৫ শতাধিক বসতঘর। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
রোববার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বাইমাইল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, বাইমাইল এলাকায় হুমায়ুন মিয়ার কলোনীর একটি বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের সফিকুল নামে আরেকটি কলোনিসহ অন্তত আশপাশের ৮টি কলোনিতে ছড়িয়ে পড়ে।
প্রথমে স্ট্যান্ডার্ড নীটওয়ার কারখানা থেকে পানি এনে নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরইমধ্যে পুড়ে যায় ৫ শতাধিক বসতঘর।
-এএ