আওয়ার ইসলাম:কোনো আইনই সম্পূর্ণ নয়, বিতর্কের ঊর্ধ্বে না। প্রয়োজনের তাগিদে ডিজিটাল নিরাপত্তা আইন পর্যালোচনা করা যেতে পারে বলে জানিয়েছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। শনিবার (২৭ ফেব্রুয়ারি) এ কথা বলেন মন্ত্রী।
এ সময় লেখক মুশতাকের মৃত্যু নিয়ে মন্ত্রী বলেন, মুশতাক আহমেদের মৃত্যু কাম্য নয়। ‘তবে এটি অনাকাঙ্ক্ষিত মৃত্যু, হত্যাকাণ্ড নয়’ বলেও জানান মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী।
এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের ২১, ২৫, ২৮ ও ৩৫ ধারা মতপ্রকাশ ও বাকস্বাধীনতার পরিপন্থী উল্লেখ করে তা সংশোধন করতে সরকারের প্রতি আহ্বান জানান সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক।
উল্লেখ্য, গত বছরের মে মাসে লেখক মুশতাক আহমেদ, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ও ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নানকে র্যাব গ্রেফতার করে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথাবার্তা ও গুজব ছড়ানোর অভিযোগে এ সময় মোট ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র্যাব। সেই মামলায় দুজন জামিনে মুক্তি পেলেও মুশতাক ও কিশোরের জামিন আবেদন ছয়বার নাকচ হয়।
কারাগারে বন্দি থাকা অবস্থায় বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুশতাক আহমেদকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর পর আবার আলোচনায় আসে ডিজিটাল নিরাপত্তা আইন।
-এএ