আওয়ার ইসলাম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর পাশের গেরুয়া এলাকাবাসীর হামলার ঘটনায় অজ্ঞাতনামা ২৫০ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল এ মামলা করেন বলে জানান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তবে আশুলিয়া থানা-পুলিশের পরিদর্শক (অপারেশন) আবদুর রশিদ বলেন, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন।
এর আগে রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলন করে হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার আল্টিমেটাম দেয়া হয়।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পাশের গেরুয়াতে যেসব শিক্ষার্থী রয়ে গেছে তাদের পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাসে ফিরিয়ে আনা, নিরাপত্তার স্বার্থে আবাসিক হল খুলে দেয়া এবং হামলায় আহতদের চিকিৎসাব্যয় বহনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণের দাবি জানান তারা।
উল্লেখ্য, গত শুক্রবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে শিক্ষার্থীদের ওপর হামলা করে স্থানীয়রা। পরে ধাওয়া পাল্টা ধাওয়ায় তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় ৪০ শিক্ষার্থী আহত হন।
-এএ