আওয়ার ইসলাম: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ। উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে পুলিশের প্রশিক্ষণে আমূল পরিবর্তন আনা হচ্ছে। পুলিশের বেসিক ট্রেনিংয়ের সিলেবাস রিভিউ করে বিভিন্ন পদের দায়িত্ব ও প্রয়োজন অনুযায়ী নতুন করে সিলেবাস তৈরি করা হয়েছে। বাস্তব প্রয়োজনের সঙ্গে মিল রেখে ঢেলে সাজানো হচ্ছে প্রশিক্ষণ কারিকুলাম।
বুধবার বিকেলে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধানদের (হেড অব ট্রেনিং) সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।
পুলিশ প্রধান বলেন, জনগণকে উন্নততর সেবা দেয়ার বিষয়টি নিশ্চিত করতে কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি পর্যন্ত প্রত্যেক কর্মকর্তা ও সদস্যকে বছরে কমপক্ষে ৬০ ঘণ্টা প্রশিক্ষণ নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সে লক্ষ্য বাস্তবায়নে পুলিশের সব প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে এগুলোর আধুনিকায়ন করা হচ্ছে।
প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধানদের 'গুরুত্বপূর্ণ ব্যক্তি' আখ্যা দিয়ে আইজিপি বলেন, আপনারা পুলিশের পথের দিশারি, আপনারা যেভাবে পথ দেখাবেন, পুলিশ সেভাবে চলবে। আপনারা পথ না হারালে, পুলিশ পথ হারাবে না।
ড. বেনজীর আহমেদ বলেন, দুর্নীতিমুক্ত পুলিশ গড়ার লক্ষ্যে সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে। আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ জীবনযাপন করতে হবে। দেশ ও জনগণের কল্যাণে পুলিশিংয়ে নতুন নতুন উদ্ভাবনী আইডিয়া নিয়ে আসতে হবে। নিয়মিত পড়াশোনা করতে হবে। পুলিশ উন্নত হলে দেশ এগিয়ে যাবে, জনগণ উপকৃত হবে।
-এএ