আওয়ার ইসলাম: আল-জাজিরায় প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ প্রতিবেদনটি সরিয়ে নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ইতোমধ্যে ফেসবুক ও ইউটিউবকে অনুরোধ করেছে।
বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার সংস্থাটির জনসংযোগ বিভাগের মাধ্যমে দেয়া এক বিবৃতিতে এই চিঠি দেয়ার বিষয়টি জানিয়েছেন।
বুধবার হাইকোর্ট আল-জাজিরায় প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ তথ্যচিত্রটি দেশ-বিদেশে সামাজিক যোগাযোগামাধ্যম থেকে অপসারণে দ্রুত যথাযথ পদক্ষেপ নিতে বিটিআরসিকে নির্দেশ দেন।
আদেশের পরপরই ফেসবুক-টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে চিঠি দেয় বিটিআরসি। প্রতিষ্ঠানটির ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় বলেন, আদালতের নির্দেশ পাওয়ার পরপরই এটা সরিয়ে ফেলতে ফেসবুক ও গুগলের কাছে মেইল পাঠিয়েছি। তারা তাদের ওয়েবপেজ থেকে এটা সরিয়ে ফেলবে। কারণ এটা সরানোর ক্ষমতা বিটিআরসির নেই, এটা তাদেরই সরাতে হবে।
তিনি বলেন, এ ধরনের কন্টেন্ট সরানোর জন্য তাদের কিছু মানদণ্ড আছে। তারা বলে যে, আদালতের নির্দেশ হলে তারপরই তারা কাজটা করতে পারবে।
সেজন্য আদালতের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের জানিয়েছি। অপসারণের জন্য অনুরোধ করেছি। আশা করি তারা কন্টেন্টটি সরিয়ে নেবে। তবে এখন পর্যন্ত উত্তর পাইনি।
অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ওই তথ্যচিত্র সরানোর বিষয়ে বিটিআরসি যোগাযোগ করছে বলেও জানিয়েছেন ভাইস-চেয়ারম্যান। এ ছাড়া সংস্থাটির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারও বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
-এএ