আওয়ার ইসলাম: করোনা ভ্যাকসিনের বিষয়ে ছড়ানো গুজবে কান না দিয়ে মানুষ সেটা নিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। তিনি বলেন, ‘করোনার ভ্যাকসিনের বিষয়ে কারও সন্দেহ নেই। একটি পক্ষ গুজব ছড়িয়েছিল কিন্তু মানুষ সেই গুজব বিশ্বাস করেনি। তাই কেন্দ্রে ভ্যাকসিন নিতে মানুষ প্রতিদিন ভিড় করছে।’
রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় করোনা ডেডিকেটেড ৩০০ শয্যা হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
ভ্যাকসিনের বিষয়ে যাতে কোনও বিভ্রান্তি সৃষ্টি না হয় এ জন্য গণমাধ্যমকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান স্বাসথ্যমন্ত্রী।
জাহিদ মালেক বলেন, ‘এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে অনেক সচেতনতা এসেছে। প্রতিদিন অন্তত দুই লাখ মানুষ টিকা গ্রহণ করছেন। এই টিকার মাধ্যমেই বাংলাদেশ করোনামুক্ত হবে।’
-এএ