আওয়ার ইসলাম: হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মাওলানা জসিম উদ্দিনকে ছুরিকাঘাতের সঙ্গে জড়িত অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া যুবকের নাম মাসুম হাসান ওরফে ইমরান।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফউদ্দিন গণমাধ্যমকে বলেন, হেফাজত নেতার ওপর হামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আহত হেফাজত নেতা নিজেই সেদিন লালবাগ থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন। তখন থেকেই হামলাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছিল।
গত ৯ ফেব্রুয়ারি আসরের নামাজের পর লালবাগ শাহী জামে মসজিদের মাওলানা সামনে জসিম উদ্দিনকে পেছন থেকে ছুরিকাঘাত করে এক যুবক। তখন আশপাশের লোকজন ধাওয়া করে হামলাকারীকে ধরতে পারেনি।
মাওলানা জসিম উদ্দিন রাজধানীর জামিয়া আরাবিয়া লালবাগ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস। তিনি প্রয়াত মুফতি ফজলুল হক আমিনীর জামাতা।
-এএ