আওয়ার ইসলাম: যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা শুরু করেছে সরকার। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার থেকে যুক্তরাজ্য থেকে আসা বিমান যাত্রীদের ঢাকার দিয়াবাড়ি এবং আশকোনা হজ ক্যাম্পে সরকারিভাবে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা শুরু হয়েছে।
এখানে থাকতে না চাইলে তাদের জন্য হোটেলের ব্যবস্থা করা হয়েছে। তবে সেখানে থাকতে হবে নিজস্ব খরচে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদুল আহসান বলেছেন, শুক্রবার যুক্তরাজ্য থেকে ১৩ জন এসেছেন। তাদের স্বাস্থ্য বিভাগ এবং সেনাবাহিনীর সাহায্যে সরকারি কোয়ারেন্টিন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি বলেন, বিমানবন্দরে পিসিআর টেস্ট করার ব্যবস্থা নেই। তবে কোয়ারেন্টিন সেন্টারে আছে। সেখানেই স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
উল্লেখ্য, ইতোমধ্যে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। আক্রান্ত, মৃত্যু বাড়ছে। এরই মধ্যে বিভিন্ন দেশে করোনার নতুন ধরণ শনাক্ত হয়েছে। করোনা সংক্রমন রোধে বিভিন্ন দেশের মতো বাংলাদেশও নানা উদ্যোগ গ্রহণ করেছে।
-এএ