রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


ঈমানের প্রশ্নে আমরা বৃহৎ পরিসরে ঐক্য গড়তে চাই: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ।।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক বলেন, ঈমানের প্রশ্নে আমরা বৃহৎ পরিসরে ঐক্য গড়তে চাই।

আজ শনিবার ফেস দ্যা পিপল পেইজবুক পেইজের লাইভে এসে ইব্রাহীম নামের একজনের প্রশ্নের জবাবে মাওলানা মামুনুল হক এসব কথা বলেন।

ইব্রাহিম নামের একজন প্রশ্ন করেন, মাওলানা মিজানুর রহমান আজাহারী কওমি ঘরনার কারণে দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন, কথাটা কতটা সত্য, আর আপনারা মাওলানা মিজানুর রহমান আজহারী ও ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে মতনৈক্য কেনো। তাদের সঙ্গে ঐক্যে আসবেন কি না?

মাওলানা মামুনুল হক তার প্রশ্নের জবাবে বলেন, আমরা এসব মতনৈক্যের কারণে দু:খিত। তবে আমি বলবো দায়িত্বশীল যারা আছেন তারা কখনোই ওপেন কারোর বিরুদ্ধে কথা বলেন না। যদিও বিভিন্ন শরয়ি বিষয়ে মতনৈক্য থাকেও সেগুলো শালীনতার সাথেই বলা হয়। আমাদের মধ্যে ঈমানের প্রশ্নে বৃহৎ পরিসরে ঐক্য গড়তে চাই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ