আওয়ার ইসলাম: ভারতের আসাম রাজ্যের বিধানসভায় প্রায় ৭০০টি মাদরাসা বন্ধের বিল পাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জমিয়তে তালাবায়ে আরাবিয়া বাংলাদেশ। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ প্রতিবাদ জানায়।
জমিয়তে তালাবায়ে আরাবিয়া ওই বিবৃতিতে বলে, ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার স্বাধীন ভারতবর্ষে মুসলামন এবং ইসলামি শিক্ষাকে উৎখাত করার জন্য মাদরাসাগুলোকে বিদ্যালয়ে রূপান্তর করার জন্য বিধান সভায় আইনপাশ করেছে। যা মুসলিম বিশ্ব কখনো মেনে নিবে না। এ আইন শুধু মুসলিম বিরোধী নয় বরং মানবাধিকারের পরিপন্থি ও ভারতের ধর্ম নিরেপক্ষ সংবিধান বিরোধী।
এ আইন অনতিবিলম্বে প্রত্যাহার করার জন্য ওআইসি, বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘকে সোচ্চার হওয়ার জোর দাবি জানায় জমিয়তে তালাবায়ে আরাবিয়া বাংলাদেশ।
-কেএল