রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


আফতাবনগর মাদরাসার ইসলাহী ইজতেমা শুরু: বয়ান করবেন যেসব আলেমগণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব

আজ বৃহস্পতিবার (৩১ডিসেম্বর) থেকে আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকা আফতাবনগর মাদরাসায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা। চলবে শনিবার (২জানুয়ারি) রাত পর্যন্ত। এতে তাশরিফ আনবেন দেশবরেণ্য উলামা-মাশায়েখ ও প্রখ্যাত ওয়ায়েজীনে কেরাম।

তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা সার্বিক তত্ত্বাবধান করবেন আওলাদে রাসূল সায়্যিদ মাহমুদ আসআদ মাদানী-এর খলিফা, জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবাের্ড বাংলাদেশ-এর মহাসচিব, আফতাবনগর মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা মুফতি মােহাম্মদ আলী।

আল্লামা মুফতি মােহাম্মদ আলী আওয়ার ইসলামকে বলেন, আলহামদুলিল্লাহ! প্রতিবছরের মতো এবারও আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম আফতাবনগর মাদ্রাসার উদ্যোগে ৩১ ডিসেম্বর, ১লা ও ২রা জানুয়ারী-২০২১ঈ. তিনদিনব্যাপী ইসলাহী ইজতেমার আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন দেশবরেণ্য উলামা মাশায়েখ।

এই ইজতেমার একটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য হলো, এতে সারাদিনব্যাপী বয়ান এর পাশাপাশি সাধারণ মানুষের জন্য তালীমের ব্যবস্থা করা হয়। নাস্তার পর থেকেই শুরু হয় এই তালিম। এতে প্রশিক্ষিত মুয়াল্লিমিনদের মাধ্যমে সাধারণ মানুষকে দ্বীনের প্রাথমিক বিষয়গুলো শিক্ষা দেওয়া হয়।

ঈমান, আকায়েদ, অজু-গোসল সংক্রান্ত মাসআলা, নামায-রোযা, হজ্ব-যাকাত সংক্রান্ত জরুরি মাসায়েল এইসময় শিক্ষা দেওয়া হয়। জোহরের নামাজের পর হয় নামাজের আমলী প্রশিক্ষণ। এইভাবে সাধারণ মাহফিল এর পাশাপাশি এই ইজতেমাটি জনসাধারণের জন্য দ্বীনী তালীমের শিক্ষাকেন্দ্রে পরিণত হয়।

তিনদিনব্যাপী ইজতেমায় যারা ইসলাহী বয়ান রাখবেন:

১ম দিন বৃহস্পতিবার (আছর থেকে)

১. হযরত মাওলানা ইয়াহিয়া মাহমুদ সাহেব দা. বা.
মুহতামিম ও শাইখুল হাদিস, দারুল উলুম বনশ্রী ঢাকা।
২. হযরত মাওলানা মুফতি মিযানুর রহমান সাঈদ সাহেব দা. বা.
মুহতামিম ও শাইখুল হাদিস, বসুন্ধরা রিসার্চ সেন্টার বাংলাদেশ।
৩. হযরত মাওলানা মুফতি খুবাইব সাহেব দা. বা.
মুহতামিম, জিরি মাদ্রাসা, চট্টগ্রাম।

২য় দিন শুক্রবার

১. হযরত মাওলানা ড. মুশতাক আহমদ সাহেব দা. বা.
মুহতামিম ও শাইখুল হাদিস, তেজগাঁও রেলওয়ে মাদ্রাসা ঢাকা।

২. হযরত মাওলানা আরশাদ রহমানী সাহেব দা. বা.
মুহতামিম, বসুন্ধরা মাদ্রাসা ঢাকা।

৩. হযরত মাওলানা মুফতি অলিউল্লাহ সাহেব দা. বা.
মুহাদ্দিস, জামিয়া কারিমিয়া রামপুরা ঢাকা।

৪. হযরত মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী সাহেব দা. বা.
মুহতামিম ও শাইখুল হাদিস, খুলনা দারুল উলুম।

৩য় দিন শনিবার

১. হযরত মাওলানা মুফতি দেলোয়ার হোসাইন সাহেব দা. বা.
মুহতামিম, মসজিদে আকবর কমপ্লেক্স ঢাকা।
(বয়ান করবেন, বাদ মাগরিব)

২. হযরত মাওলানা মুফতি হাফিজুদ্দিন সাহেব দা. বা.
মুহতামিম, জামিয়াতুল আসআদ ঢাকা ও সিনিয়র মুহাদ্দিস, জামিয়া শারইয়্যাহ মালিবাগ ঢাকা।

৩. হযরত মাওলানা মুফতি আনোয়ার মাহমুদ সাহেব দা. বা.
খলিফা, ফেদায়ে মিল্লাত হযরত মাওলানা আসআদ মাদানী রহ.

৪. হযরত মাওলানা রশিদ আহমদ সাহেব দা. বা. সিলেট। শাইখুল হাদিস, চিকনাগুল মাদরাসা সিলেট।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ