আওয়ার ইসলাম: রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ির বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত সোয়া ১০টার দিকে মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির বাঁশবাড়ির বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুন নিয়ন্ত্রণের কাজে আরও তিনটি ইউনিট আসে। ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
-এএ