রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


সোশ্যাল ইসলামী ব্যাংকের দুটি নতুন শাখার উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) সম্প্রতি দুটি নতুন শাখার উদ্বোধন করেছে। আজ শনিবার এসআইবিএল ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয় হতে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী প্রধান অতিথি হিসেবে ঢাকার প্রগতি সরণি এবং চট্টগ্রামের মিরসরাইতে ১৬৬ ও ১৬৭তম শাখা দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মুহা. সিরাজুল হক ও মুহা. সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মুহা. মনিরুজ্জামান, ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলের আঞ্চলিক প্রধান (চলতি দায়িত্ব) সৈয়দ মুহা. সোহেল, বিসি এন্ড জিবিডি- এর ভাইস প্রেসিডেন্ট মুহা. শাকিল আনোয়ার, ব্যাংকের প্রগতি সরণি ও বড় দারোগার হাট শাখার ব্যবস্থাপকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ