রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় গাছের গুঁড়ি ফেলে রাস্তা বন্ধ করে দেয়া হয়।

আজ শনিবার সকাল থেকে জয়দেবপুরের তিনসড়ক এলাকায় অবস্থান নেন স্টাইল ক্রাফ্টস নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

শ্রমিকরা জানান, ওই কারখানায় গত সেপ্টেম্বর ও অক্টোবরে ৬৫ শতাংশ বেতন দেয়া হয়। তবে নভেম্বরের বেতন দেয়ার জন্য একাধিকবার তারিখ দেয়া হলেও এখনও পর্যন্ত তা পরিশোধ করা হয়নি। এ অবস্থায় অবিলম্বে বকেয়া বেতন পরিশোধের দাবি জানান শ্রমিকরা।

এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ