আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রামের পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী (এমপি)। বর্তমান তিনি চট্টগ্রাম শহরের বাসায় আইসোলেশনে আছেন।
শনিবার বিকেলে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন হুইপপুত্র চট্টগ্রাম চেম্বার পরিচালক নাজমুল করিম চৌধুরী শারুন।
তিনি জানান, ২০ ডিসেম্বর বন্দর উপদেষ্টা কমিটির সভায় অংশ নেন হুইপ শামসুল হক চৌধুরী এমপি। এরপর থেকে তিনি শারীরিক অসুস্থতাবোধ করতে থাকেন। ২৩ ডিসেম্বর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্যকর্মীরা। রিপোর্টে করোনা পজিটিভ আসে।
জানা যায়, করোনাকালে পটিয়ার মানুষের খাদ্যসামগ্রী ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হুইপ শামসুল হক চৌধুরী মাঠ পর্যায়ে দিনরাত কাজ করছেন।
-এএ