রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


ধর্ম যার যার, উৎসব সবার- একথা ইসলাম সমর্থিত নয়: মাওলানা অধ্যক্ষ ইউনুছ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘ধর্ম যার যার, উৎসব সবার’- এধরণের বক্তব্য ইসলাম কখনো সমর্থন করে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, ইসলাম পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ ধর্ম। ইসলামে জবরদস্তির সুযোগ নেই। কিন্তু ইদানিং সরকারের বিভিন্নপর্যায়ের লোকজনকে বলতে দেখা ও শোনা যায় যে, ধর্ম যার যার, উৎসব সবার- এধরণের বক্তব্য ইসলাম কখনো সমর্থন করে না। মুসলিমদের ঈমান বিধ্বংসের কারণ। কেননা ধর্ম যার, উৎসবও তার। কাজেই এধরণের বক্তব্য থেকে বিরত থাকতে হবে। একটি মহল এধরণের ঈমান বিধ্বংস বক্তব্য দিয়ে জাতিকে ঈমানহারা করার পাঁয়তারা করছে। ইসলাম সকল ধর্মের প্রতি সহনশীল ও শ্রদ্ধাশীল। এর অর্থ এই নয়, সব ধর্ম তালগোল পাকিয়ে ফেলতে হবে। কাজেই ধর্ম যার হবে, উৎসবও তারই হবে।

ইউনুছ আহমাদ আরও বলেন, অন্য ধর্মের লোকজনকে খুশি করতে কোনভাবেই ঈমান বিধ্বংসী কথা বলা যাবে না। ইসলাম যেমন ধর্মপালনে জোরজবরদস্তি পছন্দ করে না, সমর্থন করে না, তেমনি অন্যধর্মের গুনকীর্তন করতে গিয়ে ইসলাম ধর্মের বিরুদ্ধাচারণ হয় এমন কথাও বলা যাবে না এবং ইসলামে আঘাত লাগলে তার প্রতিবাদও করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ