আওয়ার ইসলাম: ঢাকার ধামরাইয়ে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। বুধবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত আবির হাসান (২৫) উপজেলার কুশুরা ইউনিয়নের ডালিপাড়া গ্রামের মুহা. আইয়ুব হোসেনের ছেলে। তিনি মানিকগঞ্জ সদর থানায় কনস্টেবল (গাড়িচালক) হিসেবে কর্মরত ছিলেন।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, ধামরাইয়ের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মানিকগঞ্জে কর্মস্থলের উদ্দেশে রওনা হন আবির। রাতে পেছন থেকে বেপরোয়া গতির একটি পিকআপভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোলরা হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, অজ্ঞাত পিকআপভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের লাশ হাইওয়ে থানায় রাখা হয়েছে। তার পরিবার এলে আলোচনা করে আইনগত সিদ্ধান্ত নেয়া হবে।
-এএ