রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব
সাব-এডিটর

শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ. এর স্বাভাবিক মৃত্যু নিয়ে মিথ্যাচার, হাটহাজারী মাদরাসার ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হেফাজত নেতৃবৃন্দকে জড়িয়ে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আজ বেলা পৌনে বারোটা থেকে হাটহাজারী মাদরাসা মিলনায়নে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন চলছে।

হেফাজতের সাধারণ সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীর সঞ্চালনায় চলা এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করবেন হেফাজতে ইসলামের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ড. নুরুল আবসার আনোয়ার শাহ আযহারী।

এতে উপস্থিত আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর উপদেষ্টামণ্ডলীর সভাপতি আল্লামা নোমান ফয়েজী, হেফাজতের পরিচালনা পরিষদের সভাপতি মাওলানা ইয়াহইয়া,  হাফেজ মাওলানা তাজুল ইসলাম, দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী, হেফাজতের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা লোকমান হাকিম।

এছাড়াও উপস্থিত আছেন হাটহাজারী মাদরাসার মোহাদ্দিস মাওলানা ওমর ফারুক, হাটহাজারী মাদরাসার মোহাদ্দিস মাওলানা আহমদ দিদার, হাটহাজারী মাদরাসার মোহাদ্দিস মুফতি জসিম উদ্দীন, হাটহাজারী মাদরাসার মোহাদ্দিস মুফতি কবির আহমাদ, হাটহাজারী মাদরাসার মোহাদ্দিস মুফতি কেফায়েতুল্লাহ, হেফাজতের তথ্য ও সংস্কৃতি সম্পাদক মাওলানা হারুন ইজহার, মাওলানা ফোরকানুল্লাহ, মাওলানা মীর মোহাম্মদ ইদরীস হাফেজ ফয়সাল ও হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী।

গত ১৭ ডিসেম্বর চট্টগ্রামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ মামলাটি করেন আল্লামা আহমদ শফী রহ. শ্যালক মাইনুদ্দিন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন বলেও জানা যায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ