আওয়ার ইসলাম: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা সাত হাজার ৩৫৯ জনে দাঁড়িয়েছে।
এ ছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছে আরো এক হাজার ৩৬৭ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ লাখ চার হাজার ৮৬৮ জন হয়েছে।
বুধবার বিকেলে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে কোভিড-১৯ পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো দুই হাজার ৪১৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে চার লাখ ৪৪ হাজার ৩৪৫ জন হয়েছে।
-এএ