রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


করোনার নতুন সংক্রমণে সতর্ক বাংলাদেশ: বিমান সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-লন্ডন রুটে বিমান চলবে কি না, শিগগিরই সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে এ কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মুহা. মহিবুল হক।

এ ছাড়া সংকটে বন্ধ হওয়া সব ফ্লাইটের যাত্রী পরবর্তীতে বিনা খরচেই টিকিট পাবেন বলেও জানিয়েছেন তিনি।

সচিব জানান, সম্প্রতি ব্রিটেন থেকে নতুন ধরনের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে। পর্যবেক্ষণ শেষে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে ফ্লাইট বন্ধ করা হবে কি না।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, করোনার কারণে এ পর্যন্ত বিমান পরিচালনায় বাংলাদেশের আর্থিক ক্ষতি হয়েছে ৩ হাজার কোটি টাকার বেশি আর পর্যটন খাতে প্রায় ২ হাজার কোটি টাকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ