আওয়ার ইসলাম: আগামী জুন মাসের মধ্যে দেশের সাড়ে চার কোটি মানুষ ভ্যাকসিনের আওতায় আসবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সচিবালয় প্রান্তে যুক্ত ছিলেন মন্ত্রিসভার অন্য সদস্যরা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, জানুয়ারি মাসের শেষে অথবা ফেব্রুয়ারির শুরুর দিকে বাংলাদেশে কোভিড-১৯ ভ্যাকসিন আসবে। এর মধ্যে প্রথম দফায় আসবে তিন কোটি এবং মে-জুনের মধ্যে আরো ছয় কোটি ডোজ আসবে।
দেশে আসার সঙ্গে সঙ্গেই যেন ভ্যাকসিন প্রয়োগ করা যায়, সে জন্য ইতোমধ্যে গ্রাম পর্যায় পর্যন্ত প্রশিক্ষণ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এবং সরকারি হাসপাতালের মাধ্যমে ভ্যাকসিন বিতরণ কার্যক্রম শুরু করা হবে। এরপর ধীরে ধীরে এ কার্যক্রমে কিছু বেসরকারি হাসপাতালকেও সম্পৃক্ত করা হতে পারে।
আজকের বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভ্যাকসিন আমদানি ও প্রয়োগের বিষয়টি তুলে ধরেন জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আগামী জুন মাসের মধ্যে দেশের সাড়ে ৪ কোটি মানুষ ভ্যাকসিনের আওতায় আসবে বলে আশা প্রকাশ করছি। দক্ষ লোক দিয়ে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।
-এটি