আওয়ার ইসলাম: কুড়িগ্রাম বাসীর দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে বাস্তবায়িত হতে যাচ্ছে। তাদের এলাকায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার 'কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ এর খসড়ার অনুমোদন দেয়া হয়।
আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সচিবালয় প্রান্তে যুক্ত ছিলেন মন্ত্রিসভার অন্য সদস্যরা।
বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ অনুমোদনের কথা জানিয়ে বলেন, এক সময় মঙ্গাপীড়িত থাকা কুড়িগ্রামে যদি এ ধরনের বিশ্ববিদ্যালয় হয়, তাহলে সেখানে গবেষণা ও ফার্মিং হবে।
এর মধ্য দিয়ে তাদের অবস্থার আরো উন্নতি এবং স্থানীয় লোকজনের কৃষি ও সার্বিক অর্থনীতির উন্নয়ন হবে। সেই লক্ষ্যেই জেলাটিতে এই বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে, যোগ করেন তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর আইনকে অনুসরণ করে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন করা হচ্ছে।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে মোট ১৫৩টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে এবং এর মধ্যে ৪৬টি সরকারি ও ১০৭টি বেসরকরি বিশ্ববিদ্যালয়। আর কৃষি বিশ্ববিদ্যালয় আছে মোট সাতটি।
-এটি