আওয়ার ইসলাম: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনামুক্ত হয়েছেন। রোববার (২০ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তার ভাই চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।
জানা গেছে, এ দিন দ্বিতীয়বার করোনার নমুনা পরীক্ষায় মন্ত্রীর রিপোর্ট নেগেটিভ আসে।
গত ৬ ডিসেম্বর রাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে সরকারি বাসভবনে আইসোলেশনে ছিলেন তিনি।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে গত ৬ ডিসেম্বর রোববার রাতে। এরপর থেকে তিনি তার সরকারি বাসভবনে আইসোলেশনে ছিলেন।
-এএ