মোস্তফা ওয়াদুদ।।
নিউজরুম এডিটর
আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফলে সদ্য প্রয়াত আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর সন্তানরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। আল্লামা কাসেমী রহ. প্রতিষ্ঠিত জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা থেকে হাইয়ার মেধা তালিকায় স্থান লাভ করেছেন ৫জন শিক্ষার্থী।
মেধাতালিকায় স্থান প্রাপ্ত এ শিক্ষার্থীরা হলেন, ১. জুনায়েদ হাবিব ২৭তম, ২. জুনায়েদ আহমদ ২৯তম, ৩. যাকারিয়া সিরাজী ৩০তম, ৪. রফিকুল ইসলাম ৩৩তম ও ৫. মনির হোসাইন ৩৭তম।
এদিকে ছাত্রদের এমন সাফল্যে সবচেয়ে বেশি খুৃশি হতেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.। কিন্তু তিনি আজ দুনিয়ায় বেঁচে নেই। গত ১৩ ডিসেম্বর ইন্তেকাল করেছেন তিনি।
আল্লামা কাসেমী রহ. ছাত্রদেরকে নিজের সন্তানের মতোই দেখতেন। গড়ে তুলতেন নিজের সন্তানের মতো করেই। ছাত্রদের আদর করে ডাকতেন বাজী। (বাবাজী)। এজন্য আল্লামা কাসেমীকে সবাই বাজী বলেই সম্মোধন করে।
আজ বাজীর প্রতিষ্ঠানে ভালো ফলাফল অর্জন করা ছাত্ররা বাজী না থাকায় আনন্দের বদলে শোকাচ্ছন্ন হয়ে আছে। এমনটাই বলছিলেন মেধাতালিকায় স্থান পাওয়া বারিধারার ছাত্র মো. রফিকুল ইসলাম। তবে বাজীর রেখে যাওয়া ইলমী আমানতকে ধরে রাখার বদ্ধ সংকল্প নিয়েছেন মেধা তালিকায় স্থান প্রাপ্ত ছাত্ররা।
গতকাল শনিবার (১৯ ডিসেম্বর) আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের স্থায়ী কমিটির সভায় দীর্ঘ পর্যালোচনা পর অনুমোদনপূর্বক এ ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণা করেন আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।
আল-হাইআতুল উলয়ার কেন্দ্রীয় পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী ছিল ২২,৩৪২ জন, মোট উত্তীর্ণ হয়েছে ১৬,২৩২ জন। এর মধ্যে ছাত্র ১১,৩৮০ জন এবং ছাত্রী ৪,৮৫২ জন। পরীক্ষার গড় পাসের হার ৭২.৬৫। ছাত্রদের পাশের হার ৮২.১০ আর ছাত্রীদের পাশের হার ৫৭.২১।
এমডব্লিউ/