আওয়ার ইসলাম: সেনাবাহিনীকে নিয়ে একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়াচ্ছে বলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, কিছু বিশেষ স্বার্থান্বেষী মহল বিগত কয়েক মাস যাবৎ দেশ ও জাতির গর্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে হাস্যকর প্রোপাগান্ডা ও রিউমার ছড়িয়ে বিরাজমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
আজ রোববার সকালে মিলিটারি ডেন্টাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আজিজ আহমেদ।
সে সময়, সেনাপ্রধান স্বার্থান্বেষী মহলকে উদ্দেশ করে বলেন, ‘কুচক্রী মহলের বোঝা উচিত বাংলাদেশ সেনাবাহিনী অতীতের চেয়ে অনেক পরিপক্ব, প্রশিক্ষিত এবং পেশাদার সেনাবাহিনী।’
আগামী দিনগুলোতে সবাইকে এ ধরনের প্রপাগান্ডা রিউমার জাতীয় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ প্রদান করেন জেনারেল আজিজ আহমেদ।
মিলিটারি ডেন্টাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে কুচকাওয়াজ প্রদর্শন করে ডেন্টাল কোরের একটি চৌকস দল।
-এএ