রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


পাবনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনায় তিনজনসহ চার জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছে চারজন।

আজ শুক্রবার দুপুরে পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। পুলিশ জানায়, চারজন যাত্রী নিয়ে অটোরিকশাটি চর ভাঙ্গুড়া থেকে হাটগ্রামে যাচ্ছিলেন।

এসময় রাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুই ভাই ও তাদের চাচাতো বোন নিহত হন। আহত একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

এদিকে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপ, সিএনজি অটোরিকশা ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। সকালে শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ বাইপাস সড়কের কলিম নগরে এ দুর্ঘটনা ঘটে। আহত তিনজনকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এছাড়া, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তারটিয়ায় ট্রাকচাপায় এক নারী ও সাতক্ষীরার ভোমরায় ট্রাক্টর চাপায় উপসহকারী কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন নিহত হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ