মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
অনুমোদনহীন ডিগ্রি, তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীকে শোকজ ২২০ আসনে লড়বে জামায়াত, বাকিগুলো শরিকদের ‘যারা বলে শরিয়া কায়েম করবে না শরিকদের উচিত তাদের সঙ্গ ত্যাগ করা’ দুই পদে জনবল নেবে জামিয়া মাদানিয়া দারুল উলুম ঢাকা কুষ্টিয়া জেলা জামায়াতের আমির আবুল হাশেমের দাফন সম্পন্ন রাজধানীর জামিয়া দারুস সুন্নাহ ক্বাওমিয়া মাদরাসায় নিয়োগ বিজ্ঞপ্তি গাজায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ ভাইরাস, ভেঙে পড়ার মুখে স্বাস্থ্যব্যবস্থা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, ৪০০ ঘর পুড়ে ছাই একমাত্র বিএনপির কাছেই ইসলাম নিরাপদ: দুলু ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

সৌদির সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খারাপ হতেই পারে না: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ বিন ওয়াহিদ: সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশই বিপদে-আপদে একে অন্যের পাশে থেকেছে। ঐতিহাসিক এই সম্পর্ক কিছুতেই খারাপ হতে পারে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সংবাদমাধ্যম সামাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সৌদি আরবে সফর সম্পর্কে জানতে চাইলে খান বলেন, আমি সৌদি আরব সফরের কথা ভাবছি। এর আগে করোনার ভাইরাসের মহামারির কারণে যাওয়া সম্ভব হয়নি। খুব শিগগিরই সৌদি আরব সফর করবেন বলেও জানান তিনি।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে দু'দেশের সম্পর্কের বিষয়ে টুইটও করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী ইমরান খানের একই বক্তব্য পুনরাবৃত্তি করা হয়েছে।

টুইটে বলা হয়েছে, সৌদি আরব এবং মুহাম্মদ বিন সালমানের সঙ্গে আমাদের সুসম্পর্ক এখনও বিদ্যমান রয়েছে এবং সৌদি আরবে সফরের পরিকল্পনা আমি আগ থেকেই করে আসছি, কিন্তু এরই মধ্যেই করোনা চলে এল।

প্রসঙ্গত, গত বছর সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান যখন ইসলামাবাদ সফর করেন, তখন তিনি পাকিস্তানে এতটাই জনপ্রিয় ছিলেন যে ইমরান খান মজা করে বলেছিলেন পাকিস্তানে নির্বাচন করলে যুবরাজ বিন সালমান নির্ঘাত জিতবেন।

পাকিস্তানের আতিথেয়তায় দারুণ মুগ্ধ হয়েছিলেন সৌদি যুবরাজ- এতটাই যে ফেরার আগে তিনি মন্তব্য করেছিলেন পাকিস্তানীরা তাকে সৌদি আরবে তাদেরই একজন দূত হিসাবে দেখতে পারে। বিবিসি বাংলা বলছে, শত শত কোটি ডলারের বাণিজ্য এবং বিনিয়োগ চুক্তি হয় ওই সফরে। কিন্তু মাত্র ১৮ মাস পর কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে সৌদি-পাকিস্তান সম্পর্ক মুখ থুবড়ে পড়ে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ