বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


শীঘ্রই বাজারে আসছে ফিলিস্তিনি খেজুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ বিন ওয়াহিদ: ফিলিস্তিনি খেজুরের চাহিদা বিশ্বের সব দেশেই রয়েছে। দেখতে গাঢ় লাল এবং কিছুটা হলুদ বর্ণের চ্যাপ্টা ধরনের ওই খেজুর দেখলেই ভোজনরসিকদের জিভে পানি চলে আসে। আরবের অন্যান্য জাতের খেজুর থেকে ফিলিস্তিনি খেজুরের ভিন্নরকম স্বাদ রয়েছে। এ জন্য এর চাহিদাও বেশি।

উর্দু ভাষায় প্রকাশিত তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম তুর্কি নিউজ উর্দু জানিয়েছে, ফিলিস্তিনে খেজুর পাকছে। দেশটির কৃষকরা এখন বাগান থেকে খেজুর পাড়া ও প্যাকেটজাত করে বিভিন্ন দেশে রফতানি করতে ব্যস্ত সময় পার করছেন।

ফিলিস্তিনের গাজার দির আল বা-লা অঞ্চলটি খেজুরের জন্য বিখ্যাত। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সম্প্রতি কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে ফিলিস্তিনের কৃষকদেরকে গাছ থেকে খেজুর পাড়তে এবং প্যাকেটজাত করতে দেখা যায়। এতে অংশ পুরুষদের সঙ্গে নারীরাও অংশ নিচ্ছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ