মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
প্রাইমারিতে এবার কুরআন শিক্ষক নিয়োগ চূড়ান্ত হোক ন্যায়ের শিরায় আজ বিষধারা প্রবাহিত সাপের কামড়ে প্রাণ গেল ইমামের চট্টগ্রামে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি

ওমরাকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা, করোনা শনাক্তে আধুনিক ক্যামরা স্থাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

পবিত্র ওমরাহ চালু করার ঘোষণা দিয়ে স্বাস্থবিধি অনুযায়ী কাবা প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরবের মসজিদে হারাম প্রশাসন।

সৌদি আরবের বার্তা সংস্থা এসপিএ জানায়, ওমরাহ আদায় করতে বায়তুল্লাহয় আগমনকারী মুসল্লিদের জন্য স্বাস্থসম্মত পদ্ধতির আধুনিক ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।

হরামাইন প্রশাসনের প্রধান ড. শায়েখ আবদুর রহমান আস-সুদাইস বলেন, আমরা করোনা ভাইরাস রোধে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। এ ছাড়াও মসজিদুল হারামে উন্নত ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এর আগে পবিত্র হজ শেষে করোনা ভাইরাস রোধে সব ধরণের কার্যক্রম বন্ধ রেখেছিলো হারামাইন শরিফাইন। পর্যায়ক্রমে আগামী ৪ অক্টোবর থেকে ওমরাহ পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে সৌদি সরকার।

মসজিদ আল হারাম এবং মসজিদুন নববিকে করোনার ভাইরাস থেকে রক্ষা করার জন্য প্রশাসন বেশ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করেছে।

এর মধ্যে তাপীয় ক্যামেরা সর্বশেষ প্রযুক্তি হিসেবে সজ্জিত করা হয়েছে। এর মাধ্যমে করোনা রোগী শনাক্ত করা সহজ হবে বলে জানায়। এর বৈশিষ্ট্য হল কোনও ওমরা পালনকারী যদি তার সামনে গিয়ে দাঁড়ায়, তার শরীরে যদি সীমা ছাড়ানো তাপমাত্রা থাকে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজবে। প্রশাসন এমন অসুস্থ ব্যক্তির বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবেন। কোনও আক্রান্ত ব্যাক্তি দ্বারা যেরো কোনো মুসল্লি আক্রান্ত না হোন।

ড. আবদুল রহমান আস-সুদাইস এ আধুনিক ক্যামরা উদ্বোধন করেন। তিনি বলেন, করোনার ভাইরাসের বিস্তার রোধে এবং দর্শনার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।  সূত্র: বাসিরাত অনলাইন, এসপিএ নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ