মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
শায়খে চরমোনাইয়ের এক আসনে প্রার্থী প্রত্যাহার জামায়াতের পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ স্পেনে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক যাদের ৩ ভোটও নেই, তারা হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেব না : মির্জা ফখরুল  শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত অযৌক্তিক: ইসলামী ছাত্র আন্দোলন আমিরসহ জামায়াতের শীর্ষ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ‘র‍্যাবের ওপর হামলাকারীরা যত শক্তিশালী হোক, আইনের আওতায় আনা হবে’ জুলাই সনদে ‘বিসমিল্লাহ’ উল্লেখ না থাকার কারণ জানালেন ধর্ম উপদেষ্টা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন হাফেজ নেছার আহমাদ আন-নাছিরী হাসনাতের আসনে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী

পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে ওয়াজিরিস্তানে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 'পশতুন ঐক্য মার্চ' নামের এ বিক্ষোভে হাজার হাজার পশতুন অংশ নিয়েছে।

সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর পুনরায় উত্থানের নিন্দা ও নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের দাবি জানাতে ২০ মার্চ (রবিবার) এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ থেকে নিখোঁজ ব্যক্তিদের আদালতে হাজির করার দাবি জানানো হয়। ভারতীয় গণমাধ্যম ডেইলি হান্টের খবরে বলা হয়, ‘পশতুন লংমার্চ’ একটি প্রতিবাদ আন্দোলন। এর নেতৃত্বে রয়েছেন পশতুন তরুণরা।

মিছিলকারীরা তাঁদের এলাকায় সেনা প্রশ্রয়ে সন্ত্রাসী গ্রুপগুলো আবার তৎপর হওয়ার নিন্দা জানান। দীর্ঘদিন ধরে যেসব পশতুন নিখোঁজ, তাঁদের অবিলম্বে আদালতে হাজির করার দাবিতেও তাঁরা স্লোগান দিয়েছেন।

পশতুন তরুণরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, নিরাপত্তা বাহিনী তাঁদের এলাকার লোকজনকে অপহরণ করছে, এলাকাছাড়া এবং ভীতির সঞ্চার করছে।

বিক্ষোভ মিছিলকে সফল দাবি করে এতে যাঁরা অংশ নিয়েছেন তাঁদের অভিনন্দন জানিয়েছে আয়োজক পশতুন তাহাফুজ মুভমেন্ট (পিটিএম)। ভুয়া এনকাউন্টার, জোর করে তুলে আনা, মারধর, অপহরণ ইত্যাদি যেসব অপরাধ মিলিটারি করে থাকে, সেগুলো জনসমক্ষে তুলে ধরার কাজের জন্য স্বনামখ্যাত সংগঠন পিটিএম।

সংগঠনের নেত্রী নার্গিস আফসিন খট্টক টুইটারে এক বার্তায় লেখেন, ‘সফল বিক্ষোভের জন্য অভিনন্দন! মুষ্টিবদ্ধ হাত উত্তোলনকারী সংগ্রামী জনগণকে লাল সালাম! প্রতিরোধ আন্দোলন দীর্ঘজীবী হোক।’

অপর একজন পশতুন নাগরিকের টুইট- ‘হাজার হাজার পশতুন রবিবার বিক্ষোভ মিছিল করল। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আওয়াজ তুলল। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অবসানের দাবিতে মুখর হলো। এত বড় ঘটনা। কিন্তু পাকিস্তানি মিডিয়া একেবারে বোবা!’

ওয়াজিরিস্তান থেকে নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য মহসিন দাওয়ার টুইট করেন- ‘ধন্যবাদ তোমায় ওয়ানা।’ পশতুন লংমার্চ টু ওয়ানা। সূত্র: ডেইলি হান্ট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ